যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৭ নভেম্বর) আশা প্রকাশ করেছেন যে তিনি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বাতিল হওয়া বৈঠকটি ফের হওয়ার সুযোগ আছে বলে মনে করেন তিনি।
হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে আতিথ্য দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘বৈঠক যেকোন সময়ই সম্ভব।’
সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেছেন যে, যদি ভবিষ্যতে কোনো সাক্ষাত অনুষ্ঠিত হয়, তাহলে আমি হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠক রাখতে চাই।’
গত অক্টোবরের শেষ দিকে, ইউক্রেনে যুদ্ধের অবসান নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করেছিল হাঙ্গেরি। তবে এর মধ্যেই গত ২৩ অক্টোবর অনেকটা অপ্রত্যাশিতভাবেই নির্ধারিত সেই বৈঠক বাতিল করেন ট্রাম্প
Leave a Reply