সবসময় ডেস্ক :::সিলেট ০১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে চামেলিবাগ (আংশিক) আবাসিক এলাকায় লিফলেট বিতরণ শেষে নাগরিক কমিটির সাথে মতবিনিময় করেন জোন-৫ এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জোন -৫ এর টিম লিডার ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেইন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল ও শাহপরান (র:) থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম,
এছাড়া ও সদস্য সচিব খোরশেদ আহমেদ খুশু, মহিউদ্দিন মুহিন, আলমগীর হুসেন, আজিজুর রহমান মিসবাহ, আলকাছুর রহমান দুদু, মিসবাহুর রহমান মিশু, বিপ্লব কুমার দাশ, শ্যামল কান্তি দাশ, বুলবুল আহমেদ, মঞ্জু দাশ, নিজাম উদ্দিন, জলিল আহমদ, আগা রহিম উদ্দিন, রাহাদ শরিফ, আগা রাফি উদ্দিন, আগা রকি, আগা রবিন, জুয়েল আশিক, সুলতান আহমেদ, সালমান খান, রাবিব, টিপু দে, সহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply