মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকার বংশাল থেকে র্যাব‑৯ এবং র্যাব‑২ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত সুপার (গণমাধ্যম) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ।
নিহত জসীম আহমদ রনি উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের কর্মী ও দুই সন্তানের জনক ছিলেন। তাকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ রাজু স্থানীয় ছাত্রদল নেতা ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমদের ছেলে।
১০ আগস্ট রাতে জসিম উদ্দিন রনিকে (২৯) উপজেলার পৌর শহরের কদমতলীতে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা রাজু আহমদের পরীকিয়া সম্পর্কিত বিষয় নিয়ে তার নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট করেন রনি পলাতক। রাজুর সাথে ইমার প্রেমের সম্পর্ক নিয়ে ফেসবুকে পোস্ট দেন। এরই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পরই রাজু দেশ ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
Leave a Reply