মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিলেটের টুকেরবাজারে বিএনপির নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের অফিসে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত থেকে আলতাফ হোসেন সুমনের হাত ধরে ভোরের আলোর এই ৮১ সদস্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে আলতাফ হোসেন সুমন বলেন, ‘আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগ দিয়েছেন। আপনারা কেবল একটি রাজনৈতিক দলে যোগ দেননি, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে নতুন দিগন্তের সূচনা করেছেন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের এই সিদ্ধান্ত প্রমাণ করে—দেশের মানুষ এখন স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার চায়, আর বিএনপিই সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।’
Leave a Reply