সব সময় রিপোর্ট ::: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার কিছু আগে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে গত ১২ দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছেন।
এদিকে, যুক্তরাজ্য থেকে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এরই মধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তার ফ্লাইট ছেড়েছে।
ধারণা করা হচ্ছে, ডা. জুবাইদা লন্ডনে উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি খালেদা জিয়াকে নিতে আসছেন। জুবাইদা রহমান ঢাকায় আসার পর উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে।
Leave a Reply