সবসময় রিপোর্ট ::: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কুপোলা উইন্ডো থেকে নিজের হাই রেজোল্যুশন ক্যামেরা ব্যবহার করে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান এবং সবচেয়ে পবিত্র কাবা’র ছবি তুলেছিলেন ডন পেটিট। ছবিতে কাবা’কে উজ্জ্বল আলোর মতো দ্যুতিময় দেখাচ্ছে। ভূপৃষ্ঠ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ৪০০ কিলোমিটার ওপরে অবস্থিত।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডন পেটিট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাবার ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মহাকাশ স্টেশনের অক্ষপথ থেকে তোলা সৌদি আরবের মক্কার ছবি। ছবির মাঝখানে সবচেয়ে উজ্জ্বল যে অংশটি দেখা যাচ্ছে, সেটি ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা’র ছবি। মহাকাশ থেকেও কাবা দৃশ্যমান।’
তার ছবিটি এক্সে শেয়ার করা মাত্র সেটি ভাইরাল হয়ে যায়। ছবিতে উজ্জ্বল কাবা’র চারপাশ ঘিরে মাকড়শার জালের মতো অপেক্ষাকৃত কম উজ্জ্বল আলোকমালাও দৃশ্যমান।
তিনি বলেন, এই আলোকামালা কাবার চারপাশের মরুভূমি থেকে আসা।পেশায় নভোচারী ডন পেটিট একজন শৌখিন আলোকচিত্রী। এর আগেও মহাকাশ স্টেশনে অবস্থান করার সময় বেশ কিছু ছবি তুলেছেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে পেটিটকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিল নাসা, মিশন শেষ করে তিনি পৃথিবীতে ফিরে আসেন ২০২৫ সালের এপ্রিলে।
পৃথিবীর ঘূর্ণনগতির সঙ্গে তাল রেখে নিজ অক্ষপথে ঘণ্টায় ২ হাজার ৮০০ কিলোমিটার গতিতে ছুটছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।
পেটিট জানিয়েছেন, আইএসএস যখন আরব উপদ্বীপ অতিক্রম করছিল, সেসময় তাৎক্ষণিকভাবে ছবিটি তুলেছিলেন তিনি।
Leave a Reply