নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার বরমসিদ্ধিপুর এবং তুরং সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সীমান্তবর্তী পূর্ব তুরং গ্রামের মোশাহিদ আলীর পুত্র আশিকুর রহমান (২০) এবং বরমসিদ্ধিপুর গ্রামের আজমান আলীর পুত্র ইয়াকুব উদ্দিন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব তুরং এর আশিক ও মোশাহিদ শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল ১১টার দিকে তুরং গ্রামে বাংলাদেশ সীমান্তের ভেতরে আশিকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে তাঁর পরিবার। এর আগে এ দুজন ভারত সীমান্তের ভেতরে চলে গিয়েছিলেন।ওই সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আশিক গুলিবিদ্ধ হন। মোশাহিদ পালিয়ে যেতে সক্ষম হন।
একই দিন বেলা ১২টার দিকে সীমান্তবর্তী বরমসিদ্ধিপুরের ইয়াকুব উদ্দিন ১২৫৫ পিলার হয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কুমার কর্মকার। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply