নিজস্ব প্রতিবেদক :::: সিলেট মহানগরের দক্ষিণ সুরমা, বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেট এবং সিটি হার্ট শপিং সিটিতে অভিযান চালিয়ে ৪২২টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৪ জনকে আটক করা হয়।
শুক্রবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী এসএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ৪২২টি চোরাই, অবৈধ ও আইএমইআই পরিবর্তনকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো আবদুস শহীদ, আকরাম আলী, মো. সুজ্জাত ও ফারুক আহমেদ।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।
Leave a Reply