সাংবাদিক এনামুল হক এনটিভি ইউরোপের সংবাদ বিভাগে ভিডিও জার্নালিস্ট হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
এনটিভি ইউরোপে যোগদানের আগে এনামুল হক দেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও স্থানীয় দৈনিকে সুনামের সঙ্গে কাজ করেছেন। সংবাদ সংগ্রহ, ভিডিও রিপোর্টিং ও মাঠপর্যায়ের সাংবাদিকতায় তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।
বিষয়টি নিশ্চিত করে এনটিভি ইউরোপের সিলেট জেলা প্রতিনিধি আফজালুর রহমান চৌধুরী বলেন, এনামুল হকের যোগদানের মাধ্যমে এনটিভি ইউরোপের সংবাদ বিভাগ আরও সমৃদ্ধ হবে। তিনি পেশাগত দায়িত্ব পালনে এনামুল হককে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply