নিজস্ব প্রতিবেদক :: বিজয় শোভাযাত্রার মাধ্যমে সিলেটে বরণ করা হয়েছে বিজয়ের মাস ডিসেম্বরকে। শুক্রবার ১ ডিসেম্বর সকালে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সামনে জাতীয় পতাকা নিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে শুরু হয় বিজয় শোভাযাত্রা। এতে অংশ নেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
Leave a Reply