নগরীর ২৫ নং ওয়ার্ডের মোমিনখলা নয়াবাড়ির উদ্যোগে ৪ জন প্রবাসী ও এক আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মোমিনখলা নয়াবাড়িস্থ আলী ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমিনখলা এলাকার প্রবীণ মুরুব্বী, য্ক্তুরাজ্য প্রবাসী হাজী মোঃ মোজাহিদ আলী। সায়েক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলহাজ¦ আব্দুল হক, যুক্তরাজ্য প্রবাসী মুবিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মখলিছ আহমদ লাকী ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আইন উপদেষ্টা, সিলেট জেলা জজ আদালতের আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোমিনখলা এলাকার উন্নয়নে এই এলাকার প্রবাসীরা দীর্ঘদিন ধরে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদান করে আসছেন। এলাকার স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের উন্নয়নে অতীতে প্রবাসীরা ব্যাপক সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুর রব হেলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল গাফ্ফার হারুন, আজিজুর রহমান, বুরহান উদ্দিন, কলিম আহমদ, রুমন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি হাজী মোঃ মোজাহিদ আলী। অনুষ্ঠানে প্রবাসী প্রবীন মুরুব্বী হাজী মোঃ মোজাহিদ আলীকেও মোমিনখলা এলাকাবাসীর প্রক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply