নিজস্ব প্রতিবেদক :: প্রতিবারের মতো এবারও সিলেট থেকে সরাসরি হজ্জ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। আগামী ১৪ মে ৪১৮ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ম ফ্লাইট হাজীদের নিয়ে মদীনার উদ্দেশ্যে যাত্রা করবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ।
সোমবার বেলা সাড়ে ৩টায় হাব-এর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, হজ্জ রেজিস্ট্রেশন নিয়ে কোন হজ্জ এজেন্সীর বিরুদ্ধে এবার কোন অভিযোগ নেই। এটি সকলের জন্য স্বস্তির খবর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারো সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি হজ্জ ফ্লাইট পরিচালিত হবে। এবছর সিলেটের মোট হজযাত্রী হচ্ছেন ২ হাজার ৬৭৫ জন। এরমধ্যে পাঁচটি ফ্লাইটে সিলেট থেকে সরাসরি ২ হাজার ৯০ জন যাত্রী হজে যাবেন। আর বাকি ৫৮৫ জন যাত্রী যাবেন ঢাকা এয়ারপোর্ট হয়ে।
প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। এই চারটি ফ্লাইটের শিডিউল হচ্ছে ২৩, ২৫, ২৬ ও ২৯ মে। সিলেট থেকে সরকারিভাবে হজযাত্রী নিবন্ধনকারী হচ্ছেন ৩৩ জন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান আবদুল হক, সেক্রেটারি মু. আবদুল কাদির।
Leave a Reply