সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী বড়বাড়ির বাসিন্দা তরুণ সমাজসেবী বাপ্পী আহমদ আর নেই। আজ রবিবার ভোর ৫ টায় সিলেট নগরিরর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। তিনি বড় বাড়ির মো. সিরাজ মিয়ার পুত্র। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে বাপ্পী সবার বড় ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বাপ্পী কয়েকদিন আগে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে প্রথমে সিলেট পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে পূনরায় তাকে সিলেট নিয়ে এসে প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে তিনি মৃত্যুবরণ করেন। আজ বাদ আসর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে যানাজা নামাজ অনুষ্টিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।
Leave a Reply