সবসময় ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে সিলাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজার থেকে শুরু হয়ে মিছিলটি নিজ সিলাম পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
গণমিছিলে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের গণমানুষের নেতা জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম চৌধুরী বলেন “আমাদের লক্ষ্য একটাই- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে।”
তিনি আরও বলেন, “সমাজে ধনী-গরিবের বৈষম্য দূর করে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি স্বনির্ভর, আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্রে পরিণত করা হবে।”
কাইয়ুম চৌধুরী আহ্বান জানান, “ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিন। জনগণই বিএনপির শক্তি, এই শক্তির জোয়ারেই গণতন্ত্রের বিজয় আসবে ইনশাআল্লাহ।”
গণমিছিল শেষে সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাবেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী পর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব ও অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক ও আবুল হাসনাত, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, কৃষক দল নেতা এস.এম. মোজাম্মেল, দুলাল আহমেদ, মজির উদ্দিন মজন, সফিক মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স
Leave a Reply