সবসময় ডেস্ক :::গত মঙ্গলবার সিলেটের চৌহাট্টা এলাকায় এক কর্মসূচী থেকে ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ ১১ দাবিতে রোববার পর্যন্ত সময় সীমা বেঁধে দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। দাবি পুরণ না হলে রোববার প্রতীকী অনশন কর্মসূচীর গোষণা দেয়েছিলো তারা।
তবে তার আগে শুক্রবার রাতে ওইদিনের আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। আর শনিবার দুপুরে বাসদের ২২ নেতকের্মীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ব্যাটারি শ্রমিকদের আহুত অনশন কর্মসূচীতেও নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। এ অবস্থায় কর্মসূচীটি স্থগিত করার কথা জানায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
শনিবার রাতে সংগনিটির সিলেট জেলা আহ্বায়ক মাশরুখ জলিল এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেস, সিলেট মহানগরীর রিকশা শ্রমিকদের আন্দোলনে পুলিশের ভূমিকা সিলেটবাসীকে ফ্যাসিস্ট হাসিনা আমলকে আবার মনে করিয়ে দিল । পুলিশের পক্ষ থেকে মিথ্যা বক্তব্য, নিরপরাধীদের গ্রেপ্তার ও আঞ্চলিক জাতীবাদের উস্কানির মধ্যদিয়ে দেশে বিভক্তি সৃষ্টিতে যে ভূমিকা রাখা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং মিথ্যা ও বিভক্তির উস্কানি মূলক সকল বক্তব্য প্রত্যাহার দাবি করছি। একই সাথে আমরা গ্রেপ্তারকৃতদের নি:শর্ত মুক্তি দাবি করছি।
বিবৃতিতে আরও বলা হয়, কতিপয় স্বার্থান্বেষী ব্যাক্তি-মহল ও পুলিশের ভূমিকার কারণে সিলেট মহানগরীর স্থীতিশীলতা বিনষ্ট হয়েছে। আমরা সিলেট মহানগরীকে শান্তি-সম্প্রীতি-মানবিকতার নগরী হিসেবে দেখতে চাই। কেও যেনো শ্রমিকের ন্যায্য অধিকারের আন্দোলনকে ইস্যু বানিয়ে নগরীর শান্তি-সম্প্রীতি ও শ্রমিকের অধিকার বিনষ্ট করতে না পারে তাই সার্বিক বিবেচনায় আমরা শ্রমিকদের পূর্বঘোষিত রোববারের প্রতীকী অনশন কর্মসূচি স্থগিত করছি।
বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিকের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকের জীবন-জীবিকার লড়াই চলবে। আন্দোলন ও সিলেট মহানগরীর সার্বিক বিষয়ে সংগঠনের বিস্তারিত বক্তব্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেটবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে উত্থাপন করা হবে ।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলতে দেওয়া হচ্ছে না।
Leave a Reply