সবসময় ডেস্ক :::বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
তিনি জানান, বুধবার দিবাগত গভীর রাতে সিলেটের কোম্পানীগঞ্জ হাইওয়ে সড়কে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথর ভর্তি ৪টি মালবাহী ট্রলিজাতীয় গাড়ি হেফাজতে নেওয়া হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলর সহকারী ভূমি কর্মকর্তা পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগীতা করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি এ ধরনের একটি ট্রলি সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এক পর্যটক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় তার পরিবারের অপর ৪ সদস্য মারাত্মক আহত হয়েছিলেন।
তাছাড়া মহাসড়কটিতে এ ধরনের যানবাহনের বেপরোয়া চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ঘুরতে আসা পর্যটকরা।
রতন শেখ আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply