সবসময় ডেস্ক :::অবশেষে গ্রেফতার হলেন সিলেটের আলোচিত আওয়ামী লীগের নেতা জানু মিয়া, জয়নাল আবেদীন( জানু মিয়া) দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের সাথে জড়িত এবং আওয়ামীলীগের ক্যাডার হিসেবে পরিচিত,
জুলাই বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকায় রেখেছে ছাত্রদের উপর হামলা চালিয়েছে এই আওয়ামী সন্ত্রাসী।
রয়েছে তার বিরুদ্ধে একাধীক মামলা, হয়রানি থেকে শুরু করে ক্ষমতার প্রভাব খাটিয়েছেন তিনি জনগণের উপর।
জয়নাল আবেদিন( জানু মিয়া) যুবলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন, স্বৈরাচারের আমলে বিপুল প্রভাব খাটিয়েছেন অত্র এলাকায়, করেছেন মামলা বাজার হাজার হাজার মানুষকে মামলা দিয়ে হয়রানি করতেন তিনি।
বিশেষ সূত্রে জানা যায়, গতকাল সিলেট নগরীর মির্জাজাঙ্গালে ছাত্রলীগের হওয়া মিছিলের মউদুত দাতা ছিলেন তিনি।
অবশেষে জুলাই বিরোধী আন্দোলনের হুতা হিসাবে এবং আওয়ামী লীগ ধূসর হিসাবে মোগলাবাজার থানা ওসি সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে গভীর রাতে তাকে আটক করা হয়।
এবং পরবর্তিতে তাকে কোতোয়ালি থানায় প্রেরন করা হয়।
Leave a Reply