রাজধানীর শাহবাগে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে অবস্থানরত শিক্ষকদের ওপর সাউন্ড গেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এছাড়া, তাদের বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন তারা।
শিক্ষকদের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর হামলা করেছে। এতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচার করার দাবিও জানান শিক্ষকরা।
শিক্ষকরা আরও জানান, দাবি না মানা হলে প্রাথমিক শিক্ষা অচল করে দেয়া হবে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে
এর আগে, শনিবার শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। সেখান থেকে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দেয় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।
Leave a Reply