প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে গ্রাজুয়েট প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থাসহ ৫ দফা দাবিতে আমরণ অনশনে আছেন চাকরি প্রত্যাশি গ্রাজুয়েট প্রতিবন্ধীরা। রোববার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশনরত অবস্থায় দেখা যায় তাদের।
জানা গেছে, গত ২২ দিন ধরেই রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করেছেন তারা। অভিযোগ, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বার বার শাহবাগে আটকে দেয় পুলিশ।
সেইসাথে সমাজ কল্যান উপদেষ্টার সমালোচনা করে তারা বলেন, প্রতিবন্ধীদের যৌক্তিক দাবি পূরণে উপদেষ্টা আন্তরিক নন। তাই এবার তারা আমরণ অনশনে আছেন।
তাদের দাবি প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণের। এসময় প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিও করেন এই প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। দাবি আদায় না করে রাজু ভাস্কর্য ছেড়ে যাবেন না বলে জানান তারা।
Leave a Reply