বিছানাকান্দি প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের ১৩নং দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হযেছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজ বাড়িতে শিক্ষার্থীরা লেখাপড়া এবং হোমওয়ার্ক সম্পাদন করে কি না, এ বিষয়ে অনেক অভিভাবক সচেতন নন। এ জন্য তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে সচেতন করতে অভিভাবক/মা সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মা সমাবেশের মাধ্যমে একজন মা আরও একাধিক মায়ের সঙ্গে ভাববিনিময়ের সুযোগ পান। ফলে সন্তানের জন্য সঠিক ও উপযুক্ত শিক্ষা নির্ধারণ সহজ হয়। শিশুকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া ও উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করতে মা সমাবেশ অপরিহার্য বক্তারা বলেন।
এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা বেগম বলেন, মা সমাবেশে শিক্ষার্থীদের সঠিক ধারায় রাখতে একজন মায়ের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে মা সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম।
ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক সাদিকুর রহমান বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোয় সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ জন ছাত্র ছাত্রী বসার ব্যবস্থা রয়েছে। অনেক বিদ্যালয়ে পাঠদানের অতিরিক্ত কোনো কক্ষ নেই। পাঠদানের ছোট শ্রেণিকক্ষে মা/অভিভাবক সমাবেশ অত্যন্ত কষ্টকর। সমাবেশের দিন শত শত অভিভাবকের বসার ব্যবস্থা করতে আয়োজকদের হিমশিম খেতে হয়। তাই প্রতিটি বিদ্যালয়ে একটি হলরুম নির্মাণ প্রয়োজন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাহেনা বেগমসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মায়েরা।
অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষা যারা উত্তীর্ণ মাহিদ, আলিশা আক্তার জান্নাত, তামিম, ছোয়াদ, সাদিকুর, খাদিজা, আরাফাত, বুশরা, আখমিনা, আনিকা, আলমাছ, অজিদ, মুস্তাকিন, জামিল, মোহাম্মদ আলীকে পুরষ্কৃত করা হয়।
Leave a Reply