বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারে ‘মেসার্স এনামুল হক এন্ড ব্রাদার্স’-এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে বিশ্বনাথ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা যায়, উপজেলার সিংগেরকাছ বাজারে মেসার্স এনামুল হক এন্ড ব্রাদার্স নামক হার্ডওয়ারের দোকানের ভেতরে নলকূপ স্থাপনকারী ৭ জন শ্রমিক রাতে ঘুমান। ঘুমন্ত অবস্থায় হঠাৎ তাদের গায়ে আগুনের তাপ লাগতেই ঘুম ভেঙ্গে যায়। আর ঘুম ভাঙ্গার সাথে সাথে তারা কোন রকম দোকানের সাটার খুলে বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পায়। তাদের চিৎকারে আশে-পাশের লোকজন এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে অবশ্য দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। আগুন পার্শ্ববতি ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়লেও সেখা কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার কর্মীরা দ্রুত সেই দোকানের আগুন নিয়ন্ত্রনে আনেন। ফলে সেই দোকানটি রক্ষা পায়।
পুড়ে ছাই হওয়া ‘এনামুল হক এন্ড ব্রাদার্স’র পরিচালক সাইদুল ইসলাম ও তার চাচাত ভাই আমির আলী বলেন, কিভাবে আগুন লেগেছে তা আমরা বলেতে পারিনি। তবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ’র সটসার্কিট থেকে আগুনের লাগতে পারে।
তারা বলেন, আরএফএল’র পন্য বিক্রেতা এবং গাজী কোম্পানী ও এওয়ান কোম্পানীর ডিলার। আর আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় আমাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশ্বনাথ ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্রামুল ইসলাম বলেন, দোকানের ভেতরে একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত (ওভার) চার্জ হয়ে সেটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে।
Leave a Reply