সবসময় ডেস্ক :::শনিবার (৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে শুক্রবার তাকে বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তারের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
আবু সুফিয়ান সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার বাদামবাগিচা সেতুবন্ধন ৫/২নং বাসার মৃত আব্দুল কাদির ও শিরিনা বেগমের ছেলে।
তার বিরুদ্ধে গত বছরের ৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়েরকৃত বিস্ফোরক উপাদানবলী নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার (নং০৮/২৪) এজাহারনামীয় ৩৮নং আসামী।
Leave a Reply