রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ এলাকায় ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের পাশের একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি এম্বুলেন্স ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে গ্যারেজ ও গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশে থাকা দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পরে। এ ঘটনায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি তাদের গ্যারেজ মালিকের।
Leave a Reply