স্পোর্টস ডেস্ক :: অবশেষে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন সদ্যস্যের বিশেষ কমিটিও গঠন করেছে বিসিবি। বুধবার (২৯ নভেম্বর) এক সাংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ। এখানে বলা হয়, কমিটির উদ্দেশ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণগুলো যাচাই করা এবং সেই ফলাফল বোর্ডের কাছে পেশ করা।
তিন সদস্যের তদন্ত কমিটিতে আছেন বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান।
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অষ্টম হয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচ খেলে বাংলাদেশ দলের জয় মাত্র ২টি। শুধু আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে সাকিব আল হাসানের দল। বাকি সাত ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি দল। হেরেছে বড়ো ব্যবধানে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি বাংলাদেশকে ২০২৫ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ করে দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির মূল লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের খারাপ পারফরমেন্সের কারণ খুঁজে বের করা এবং তা ক্রিকেট বোর্ডের কাছে পেশ করা।
Leave a Reply