সবসময় ডেস্ক :::সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার অভিযানে অসাধারণ ভূমিকা রাখায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ, পিপিএম (বিপি-৭৩৯৬০৭৭২৯৭)-কে অক্টোবর ২০২৫ মাসে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়, সিলেটের পক্ষ থেকে জারি করা প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়—ওসি রতন শেখের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার পুলিশ অপরাধ দমন ও জনসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে ওসি রতন শেখ বলেন, “এই সম্মানকে আমি ব্যক্তিগত অর্জন হিসেবে দেখি না; এটি আমার পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধ দমন করা আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা সিলেট জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় অটল থাকব।”
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রত্যয়নপত্রে সিলেট জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর অবদানকে বিশেষভাবে স্বীকৃতি জানানো হয়েছে।
Leave a Reply