রবিবার (৯ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সানজিদার স্বামী রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ঘটনাটির পর থেকেই পলাতক রয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।
নিহত সানজিদার বাবা, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের আবু হানিফ বলেন, ১১ বছর আগে মাধবপুরের সম্পদপুর গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে সানজিদার বিয়ে হয়। তাদের দুই কন্যা সন্তান রয়েছে—একজনের বয়স ৮ বছর, অন্যজনের ৪ বছর। কিছুদিন আগে জানতে পারি, রফিকুল দ্বিতীয় বিয়ে করেছে। এরপর থেকেই মেয়ের ওপর নির্যাতন বেড়ে যায়। রফিকুল আর তার পরিবারের লোকজন মেয়ের খোঁজও নিত না।
তিনি আরও বলেন, আমাদের ধারণা, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহকে কেন্দ্র করে সানজিদাকে হত্যা করে পরে গলায় রশি বেঁধে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।
Leave a Reply