সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা থেকে রাজু আহমদ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় স্থানীয়রা পাপ্পু নামের আরেক যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২ নং বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সে নরসিংদী জেলার বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে। ঘরের ভেন্টিলেটর সাথে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা কোতোয়ালি থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট কোতোয়ালি থানার ওসি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রাজু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে কি জন্য এ ঘটনা ঘটেছে।
Leave a Reply