নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সদ্য সাবেক ফ্যাসিস্ট সরকারের গুম, খুনের বিরুদ্ধে কথা বলেছেন উল্লেখ করে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ মালিক বলেছেন, আয়নাঘরের কারিগরদের বিচারের আওতায় আনতে হবে। যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে আনতে হবে।
বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মী সাথে নিয়ে দীর্ঘদিন পর দেশে ফিরে বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা পেয়ে আপ্লুত হয়ে তিনি বলেন, দেশবাসী বিএনপিকে ভালোবাসে। তারেক রহমান সরকারের কাছে কোনো সুবিধা চান না। আইনী লড়াই করে তিনি দেশে ফিরবেন।
অন্তবর্তী সরকারের ওপর আস্থা আছে উল্লেখ করে বিএনপির চেয়ারপার্সনের এই উপদেষ্টা আরো বলেন, আন্তর্জাতিকভাবে ড. ইউনুসের সম্মান রয়েছে। আমরা আশা করি তার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে।
এর আগে বেলা দেড়টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। হাজার হাজার দলীয় নেতাকর্মী ভিআইপি গেটে জড়ো হন তাকে স্বাগত জানানোর জন্য। দলীয় নেতাকর্মীর ভিড় সামলাতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
Leave a Reply