সবসময় ডেস্ক :: যারা প্রকাশ্যে নির্বাচনে বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের ব্যাপারে পশ্চিমা বিশ্ব নীরব কেনো- এমন প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বলেছেন, আওয়ামী লীগ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সময়সীমা অতিক্রম করে নির্বাচনের তফসিলের কোন পরিবর্তন আওয়ামী লীগ মেনে বেবে না বলেও জানিয়ে দেন তিনি।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় বুধবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, হরতাল, অবরোধতো নির্বাচনকে বাধা দিতে। প্রশ্ন রাখেন, যারা গণতন্ত্র মানবাধিকারের কথা বলে, তারা কেন এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব?
ওবায়দুল কাদের বলেন, যারা শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে এটিই স্বাভাবিক। বিরোধীমতের নেতা কর্মীদের হয়রানির অভিযোগ নাকচ করে দেন তিনি।
পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উইনেবল প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হবে। সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়ার কথা জানান ওবায়দুল কাদের।
Leave a Reply