পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। নেটিজেনরা প্রাণী হত্যার সঙ্গে জড়িতের বিচার দাবি করছেন। পাশাপাশি কয়েকজন তারকা অভিনয়শিল্পীও এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন। এদের মধ্যে রয়েছেন জয়া আহসান, সাবিলা নূর ও নিলয় আলমগীর।
জয়া আহসান ফেসবুক পোস্টে লিখেছেন, ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।
সাবিলা নূরও প্রাণীকুলের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, এটা হৃদয়বিদারক। এই নিষ্ঠুরতা অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত।
অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, একটি বার চিন্তা করে দেখুন তো, বস্তার ভিতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিলো, বাঁচার জন্য কত চেষ্টা করছিলো, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে। এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে তারকাদের পোস্টের কমেন্টে একাত্মতা প্রকাশ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের।
Leave a Reply