সবসময় ডেস্ক ::: দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদ ও পূর্বনির্ধারিত তারিখে (১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ অক্টোবর) সিলেট নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এহতেশামুল হক চৌধুরী।
লিখিত বক্তব্যের শুরুতে তিনি বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন প্রক্রিয়া ব্যবসায়ী সমাজের গণতান্ত্রিক অধিকার ও মর্যাদার প্রতীক। কিন্তু দুঃখজনকভাবে এই নির্বাচন বানচালের একটি অশুভ প্রচেষ্টা চলছে।
এহতেশামুল হক চৌধুরী বলেন, এবারের নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম একটি পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশগ্রহণ করছে। মোট দুটি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলের অর্ডিনারি পরিচালক পদে মনোনীত ১২ জনের মধ্যে ২ জনকে নির্বাচন আপিল বোর্ড কর্তৃক বাতিল করা হয়েছে। ফলে সিলেট ব্যবসায়ী ফোরামের প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজেদের বিজয় প্রায় নিশ্চিত জেনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছিলেন।
তিনি বলেন, যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়েছে তাদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটি প্রার্থীদের কোনো সংশ্লিষ্টতা নেই।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, আগের দিন রবিবার প্রতিপক্ষ প্যানেল সংবাদ সম্মেলন করে সিলেট ব্যবসায়ী ফোরামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছে। ওই প্যানেলের উপস্থাপিত তথ্যের কোনো সত্যতা নেই এবং এর সঙ্গে সিলেট ব্যবসায়ী ফোরামের কোনো সম্পৃক্ততা নেই।
তার দাবি, প্রতিপক্ষ প্যানেল অতীতের আন্দোলনের কিছু ছবি ও ভিডিও দেখিয়ে এবং অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সিলেট ব্যবসায়ী ফোরামের প্যানেলের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি শুধু অন্যায় নয়, বরং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা।
তিনি বলেন, সিলেট ব্যবসায়ী ফোরাম চায় নির্বাচন নির্ধারিত তারিখে অর্থাৎ ১ নভেম্বর অনুষ্ঠিত হোক। সিলেট ব্যবসায়ী ফোরাম ব্যবসায়ীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ এবং নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র রুখতে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।
এহতেশামুল হক চৌধুরী বলেন, এখন সময় একে অপরের বিরুদ্ধে নয়, বরং নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার সময়। দুই প্যানেল এখন একসাথে কাজ করলে তৃতীয় পক্ষের কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রা থামাতে পারবেন না।
তিনি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন ভোটগ্রহণের ৬ দিন আগে স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার (২৬ অক্টোবর) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চেম্বারের প্রশাসককে পাঠানো বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
Leave a Reply