স্পোটর্স ডেস্ক :: মালদ্বীপ বাধা টপকে বিশ্বকাপ বাছাইয়ে নাম তুলেছে বাংলাদেশ। তাদের জায়গা হয়েছে ‘আই’ গ্রুপে, যেখানে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের সামনে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এমনিতেই বেশ শক্তিধর, তারওপর প্রথম লেগটি খেলতে হচ্ছে তাদেরই মাঠে। তবুও ভালো কিছু করে দেখাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
দুদিন আগে অস্ট্রেলিয়ায় পা রাখা বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে সোমবার। মেলবোর্নে প্রচণ্ড ঠান্ডার মধ্যেই ঘাম ঝরিয়েছেন জামাল-ইব্রাহিমরা। ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান এবং ডেনমার্ক প্রবাসী জামাল অবশ্য এমন আবহাওয়ায় অভ্যস্ত। বাকিদের জন্য মানিয়ে নেওয়া কিছুটা হলেও কঠিন।
যদিও জামাল মনে করছেন, বৃহস্পতিবারের ম্যাচের আগে বাকিরাও অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু একাধিকবার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে কতটা লড়াই গড়তে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা, তা নিয়ে সংশয় থাকছেই।
অধিনায়ক জামাল অবশ্য জানালেন, প্রতিপক্ষ পরাক্রমশালী হলেও তার দল আত্মবিশ্বাসী, ‘ম্যাচ রাত ৮টায়, আমাদের এমন ঠান্ডা আবহাওয়ার মধ্যেই খেলতে হবে। আমরা প্রস্তুতি শুরু করেছি, সবাই আত্মবিশ্বাসী আছে। ম্যাচের প্রতি সবার শতভাগ মনোযোগ আছে। আমার মনে হয়, স্টেডিয়ামের ভেতর এর (কনকনে বাতাস) কোনো প্রভাব থাকবে না।’ তবে অস্ট্রেলিয়ার ক্ষুরধার আক্রমণভাগের প্রভাব থাকবে বাংলাদেশের ডিফেন্ডারদের ওপর। সেভাবেই অনুশীলনে প্রস্তুত হচ্ছেন তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণেই বেশি মনোযোগ থাকবে বাংলাদেশের, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের কথাতেই তা পরিষ্কার, ‘কন্ডিশনের সঙ্গে যত দ্রুত মানিয়ে নিতে পারব, ম্যাচটা খেলা আমাদের জন্য তত সহজ হবে। অস্বীকার করার উপায় নেই অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দলগুলোর একটি। অনুশীলনে কীভাবে ডিফেন্স ব্লক করব, ওদের আক্রমণ যেন ভেস্তে দেওয়া যায়, মূলত আমাদের কাজ থাকবে এটাই।’
প্রতিপক্ষের পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে ম্যাচটিতে ভালো করতে মুখিয়ে আছেন ইব্রাহিমরা, দলের সহকারী কোচ হাসান আল মামুনের এমনটাই মনে হচ্ছে, ‘অস্ট্রেলিয়ার যে শক্তিশালী দিক, আমরা যদি বিল্ডআপে যাই তা হলে ওরা কীভাবে প্রেস করবে, যেগুলো ওদের খেলায় আমরা দেখেছি, সেগুলো নিয়ে সেশন হয়েছে। ছেলেরা সবাই ভালো আছে, ফিট আছে। আমার মনে হয় ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে সবাই।’
Leave a Reply