সবসময় ডেস্ক ::: নানা জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিভাগের ১৯টি আসনে বেশ কিছু জাতীয় পর্যায়ে নেতা মনোনয়ন পেয়েছেন, আবার বঞ্চিত হয়েছেন অনেকেই। ১৫টি আসনের মধ্যে সিসিকের সাবেক মেয়ার আরিফুল হক চৌধুরীসহ বিএনপি চেয়ারপারসনের কয়েকজন উপদেষ্টাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে তিনজন প্রবাসী রাজনীতিবিদও পেয়েছেন মনোনয়ন।
সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে ৫টি প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ১ আসনে বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও কারও নাম জানায়নি দলটি।
সিলেট-১ আসনকে কেন্দ্র করে মাঠে ব্যাপক সাড়া জাগিয়েও মনোনয়ন পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তাকে দলের চেয়ারপারসন নিজে নির্বাচনে সিলেট-৪ আসন থেকে অংশ নেয়ার নির্দেশ দিলে তিনি তাতে সম্মতি জানান। তবে এই আসনে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সিলেট-২ আসনে বিএনপির হয়ে লড়বেন চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা। এ আসনে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ব্যাপক আলোচনায় ছিলেন। সম্প্রতি তাকে দলের যুগ্ম মহাসচিব করা হয়।
সিলেট-৩ আসনে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বেশ কয়েকজন স্থানীয় রাজনীতিতে ত্যাগী নেতা থাকলেও মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক। এছাড়া, এখানে মনোনয়ন প্রত্যাশায় ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার এমএ সালাম ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল।
সিলেট-৪ আসনে দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকিসহ বেশ কয়েকজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের কাউকে মনোনয়ন না দিয়ে দলটি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। সিলেট-৫ আসনেও কাউকে মনোনয়ন দেয়নি দলটি।
সিলেট-৬ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এই আসনে জেলা বিএনপির সদস্য ও শিল্পপতি ফয়সল আহমদ চৌধুরী প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।
সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি দুটি আসন শরিক দলকে ছেড়ে দেওয়া হতে পারে—এমন আলোচনা আগে থেকেই ছিল।
টাঙ্গুয়ার হাওরপাড়ের সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আনিসুল হক। এ আসনে আলোচনায় ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এমএ সাত্তার, যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ কাহার ও ব্যারিস্টার আনোয়ার হোসেন।
সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। এ আসনে আলোচনায় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসন কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। আলোচনা রয়েছে এই দুই আসনেই বিএনপির শক্তিশালী শরিক দলের প্রার্থী রয়েছেন, তাই আসন দুটি ছেড়ে দেওয়া হতে পারে।
Leave a Reply