নিজস্ব প্রতিবেদন ::: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে সিলেট থেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই প্রচারণা শুরু হবে সিলেটের পবিত্র দুই আউলিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে।
দলীয় সূত্র জানায়, ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে সিলেটকে প্রচারণার সূচনাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে। মাজার জিয়ারতের মাধ্যমে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামবে।
এই কর্মসূচিকে ঘিরে সিলেটজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ের নেতারা ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করেছেন।
মাজার জিয়ারত শেষে পর্যায়ক্রমে গণসংযোগ, সভা সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। এসব কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিএনপির নেতারা আশা প্রকাশ করে বলেন, সিলেট থেকে শুরু হওয়া এই নির্বাচনী প্রচারণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতিধারা সৃষ্টি করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
Leave a Reply