নিজস্ব প্রতিবেদক::: সিলেটের মালনিছড়া থেকে জগন্নাথ কুর্মি (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে মালনিছড়া চা বাগানের ১নং গেইট সংলগ্ন এয়ারপোর্ট রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথ কুর্মি মালনিছড়া বাগানের মঙ্গল কুর্মির ছেলে। তার হেফাজত থেকে ২০ লিটার চুলাই মদ জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Leave a Reply