ঢাকা থেকে সিলেট হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যকার ফ্লাইট ফেব্রুয়ারি থেকে স্থগিত রাখার সিদ্ধান্ত এক মাস পিছিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগের সিদ্ধান্ত নেওয়ার দুদিন পরই মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনটি জানিয়েছে, এক মাস পর অর্থাৎ মার্চ থেকে এ রুটের ফ্লাইট স্থগিত করা হবে।
এর আগে রবিবার বিমান বলেছিল, হজ ফ্লাইট পরিচালনাসহ আরো কয়েকটি কারণে ম্যানচেস্টারের ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
যুক্তরাজ্যে এ রুটের বাইরে ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট চালায় বিমান বাংলাদেশ। এটিও সিলেট হয়ে ঢাকায় চলাচল করে।
মঙ্গলবার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকেটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ থেকে ম্যানচেস্টার ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
এর আগে রবিবার বিজ্ঞপ্তিতে বিমান বলেছিল, “ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
এ বিষয়ে বিমান বাংলাদেশের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে এয়ারলাইনটি।
২০১৯ সালের অক্টোবরে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। একমাত্র বিমানই এই রুটে সরাসরি ফ্লাইট চালায়।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই ফ্লাইট বন্ধের গুঞ্জনে যুক্তরাজ্যে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশীরা।
Leave a Reply