নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নারী শিক্ষার প্রসারে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। মেয়েদের উপযুক্ত ও নিরাপদ শিক্ষা-পরিবেশ নিশ্চিত করা গেলে তারা পড়াশোনায় আরও মনোযোগী ও সফল হতে পারবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার লাউয়াইয়ে নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভা শেষে ২০২৫ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নারী শিক্ষার সুযোগ ও সুবিধা নিশ্চিত করা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি পরিবারের সদস্য ও সমাজের সহযোগিতায় শিক্ষার মান আরও উন্নত হবে।”
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, নারীর মর্যাদা রক্ষা ও ক্ষমতায়নের পদক্ষেপ নেওয়া হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি বলেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা হবে। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করতে পর্যাপ্ত প্রশিক্ষিত পল্লী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।”
সভায় কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক বায়েস, অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর, অধ্যাপক এম.এ. আজিজসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply