মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দুপুর দেড়টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসএমপি এক বিবৃতিতে জানায়, অভিযানে আটককৃতরা হলেন— রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) এবং সাইদুল ইসলাম (২৫)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে এসএমপি অ্যাক্টের ৭৭ ও ৮৭ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হোটেল বিলাসে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসার বিষয়ে স্থানীয়দের অভিযোগ ছিল। এর আগেও একাধিকবার পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলেও হোটেল কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করেনি। পরবর্তীতে পুনরায় একই অভিযোগের ভিত্তিতে আজকের অভিযানে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, নগরীর অভ্যন্তরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। নাগরিক নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এমন কার্যক্রম চলমান রাখারও আশ্বাস দিয়েছেন তারা।
Leave a Reply