যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকার কর্তৃপক্ষের কাছে আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। রোববার (৮ নভেম্বর) ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতির শর্ত অনু্যায়ী, প্রতিটি ইসরায়েলি মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তরের কথা তেলআবিবের। গত বৃহস্পতিবার এক ইসরায়েলির দেহাবশেষ ফেরত দেয় হামাস।
নিহত জিম্মির পরিচয় নিশ্চিত হয়েছে প্রশাসন। শর্ত অনু্যায়ী শুক্রবার (৭ নভেম্বর) হামাসের কাছে হস্তান্তর করা হয় ১৫ ফিলিস্তিনির মরদেহ। এখন পর্যন্ত মোট ৩০০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল।
অন্যদিকে, হামাস ফিরিয়ে দিয়েছে ২৩ জিম্মির দেহাবশেষ। প্রয়োজনীয় উপাদান ও সরঞ্জামের অভাবে ফিলিস্তিনিদের মরদেহ শনাক্তে হিমশিম খেতে হচ্ছে গাজার স্বাস্থ্যকর্মীদের। মাত্র ৮৯ জনের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছে তারা।
Leave a Reply